Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের আবহাওয়া

সকালের দিকে বেশ মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় প্রচুর ঘাম হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা।

আবহাওয়া দপ্তর বলছে, উইকেন্ডে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। ভাইফোঁটা কাটবে নির্বিঘ্নেই। তবে শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এরপর রবিবার ও সোমবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে না আর। তবে শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হবে না। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও ভিজতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সবক’টি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।