বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ব্যাপক চাঞ্চল্য কোচবিহার জুড়ে,এসপির বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোয়’ পুলিশ সুপারের ‘লাঠিপেটা’,আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু কোচবিহারে !ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহার জুড়ে। গতকাল রাতের এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে কোচবিহার জুড়েই। কেন গায়ে হাত তোলা হল ওই মহিলার, এবং কেন আগে অনুরোধ করা হল না, আজকে সকালে এস পির বাড়ির সামনে বিক্ষোভ সাধারন মানুষের। ওই মহিলার দাবি তিনি জানতেন না, সেই কারনেই বাজি ফাটানো, তবে কেন তার বাচ্চাদের গায়ে হাত তোলা হল সেই প্রশ্ন তার মুখে মুখে। এতো জন পুলিশ মিলে কেন সাধারন মানুষের উপরে অত্যাচার করা হল সেই প্রশ্ন উঠেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গেছে কোচবিহার এ