বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের আবহাওয়া
খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না। আজ শুক্রবার আবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর শুক্রবার জানাচ্ছে, আজ থেকে ফের বৃষ্টি হবে। তবে এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে উত্তরে। এরপর শনিবার থেকে আবহাওয়ার বদল হবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এরপর রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এসব জেলায়। আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর বলছে, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে, যা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে উইকেন্ডে। এই নিম্নচাপ অঞ্চল উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে যা উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে কি না তা এখনও জানা যায়নি।
অন্যদিকে আজ শুক্রবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে উত্তরবঙ্গের আটজেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।