বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইতিমধ্যে শুরু হয়েছে বিজেপির রাজ্যকমিটির বৈঠক। সেখানে পূর্ণাঙ্গ আলোচনা হবে ২৮ বিধানসভা নিয়ে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও অন্য দায়িত্বপ্রাপ্তরাও এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর- দলের এই চারটি সাংগঠনিক জেলার মোট ২৮টি বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ ম্যাপিং করবে বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কেমন ফল হয়েছে, তা নিয়ে এদিনের বৈঠক আলোচনা হতে পারে। তৃণমূলের সঙ্গে কোথায় কত ব্যবধান, কোন এলাকায় প্রধান ইস্যু কোনটা, কোথায় মুসলিম জনসংখ্যা কেমন-এই নিয়ে আলোচনা হতে পারে।
বিজেপির এবারের লক্ষ দক্ষিণবঙ্গ। বিশেষ করে কলকাতা সংলগ্ন একাধিক বিধানসভা। আজকে আলোচনায় উঠে আসতে পারে
তফসিলি ভোটের পরিমাণ কোথায় কত, সেইসব এলাকায় দল কেমন আন্দোলন করছে, আন্দোলন করলে কেমন সাড়া মিলছে, তাও খতিয়ে দেখা হবে বৈঠকে। কতগুলো বুথ কমিটি গঠন হয়েছে, এমন নানা তথ্য নিয়ে আসনগুলির অতীত আর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। সূত্রের খবর, সেই বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ও শহরতলির এই অংশে ভোটের রণকৌশল সাজাবে বিজেপি।