Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মাঝে মাঝেই দলকে বেস অস্বস্তি ফেলে দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার সকালে আবার তিনি দলের বিরুদ্ধে মুখ খুলে বললেন,’আমাকে দল থেকে বের করে দেওয়া হোক। আমি বেরিয়ে যেতে চাইছি।’ শুধু তাই নয়, তিনি আরো বলেন,”বের করে দিক তারপর বোঝাব এই জেলায় ভোট কেমন হয়! আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা ২০ থেকে ১০-এ নামাব!” এরপরই বিদ্রোহী মেজাজে হুমায়ুনের ঘোষণা, “দুটো আসনে দাঁড়াব, নিজের হোম-সিট রেজিনগর আর ভরতপুর, দুটোই জিতে দেখাব।” দলের বিধায়কের এমন বিস্ফোরক হুমকি নিয়ে জেলা বা রাজ্য তৃণমূল নেতৃত্ব এদিন কোনও মন্তব্য করেননি।

কুনাল ঘোষ অবশ্য নীরব থাকেন নি। তিনি বলেন, ”এই নিয়ে কোনও মন্তব্য করব না। কেউ কাউকে ধরে রাখে নাকি? দল সবকিছুতেই নজর রাখছে। আর কে কী বলছেন, সেটা দলই দেখবে।” উল্লেখ্য, মাস দু’য়েক আগে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি হুমায়ুনকে শোকজের পাশাপাশি ডেকে পাঠিয়ে শেষবারের মতো কড়া ভাষায় সতর্ক করেছিল। মুর্শিদাবাদেই ভাইফোঁটার এক অনুষ্ঠানে এসে এদিন আচমকাই জেলা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন বলেন, “২০২৩ সাল থেকে বলছি, আমার বিধানসভা কেন্দ্রের দু’জন ব্লক সভাপতিকে সরান। চিঠি দিয়েছি, অনুরোধ করেছি। কেউ শুনল না।” এখন দেখার শেষ পর্যন্ত কি হয়!