বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রিজন ভ্যানে মা কালীকে তোলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে প্রতিবাদ গড়ল সনাতনী ঐক্য মঞ্চ। নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা সুমন্ত মন্ডল।
বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “সনাতন ধর্মের ওপর যারা ধারাবাহিকভাবে আঘাত হানছে, তাদের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। হিন্দু দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। আন্দোলন চলবে, যতদিন না ন্যায় মেলে।” অন্যদিকে হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ বলেন, “কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুরের পর পুলিশ যে ভাবে মা কালীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল, তা আমাদের ধর্মবিশ্বাসে আঘাত। তাই প্রতিবাদের ভাষায় আজ আমরা মা কালীর জামিন করালাম এটাই আমাদের প্রতীকী ন্যায়।”