বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর:- কোন মানব শরীর থেকে নয়, বাড়ির উঠোনের সামনে এর কাঁঠাল গাছ থেকে ঝরছে রক্ত! শুনতে অবিশ্বাস্য মনে হলেও গ্রামের মানুষরা সত্য বলেই মনে করছেন।
গাছেরও প্রাণ আছে, সেই কথার সূত্র থেকেই রক্ত ঝরার বিষয়টিকে সত্য বলে মনে করছেন গ্রাম বাসীরা। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়।
অলৌকিক একই দৃশ্য দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। শোরগোল পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছান ঘাটালের বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
তারাও গাছটির চারপাশে ঘুরে দেখে গ্রামের মানুষের সাথে কথা বলেন। নিষ্কৃত লাল রক্তের মত পদার্থটিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। গ্রামের এক গৃহবধূ বন্দনা পোড়া জানান, বহু বছর ধরে ওই কাঁঠাল গাছের তলায় কালী পুজো করতেন গ্রামেরই এক মহিলা। স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই গাছের তলায় পুজো শুরু করেছিলেন। পুজোর সময় সেখানে তার ভর হত। তবে আর্থিক অনটনের জন্য সেই পূজা আর চালিয়ে যেতে পারেননি। বিগত চার বছর বন্ধ ছিল কালীপুজো। এই বছর কালীপুজোর পরের দিন থেকে হঠাৎ এই রক্ত ঝরতে দেখে স্থানীয়রা। তারপরেই ওই বুড়ি মাকে খবর দেন। বুড়ি মাও হট স্থাপন করে গাছের কাছে ধূপ-ধুনো দিয়ে পুজো করেন। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতুহল। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি কেউবা আবার বলছেন এটি অশুভ লক্ষণ, অনেকেই আবার ধুপ জ্বালিয়ে প্রণামও করছেন।
।
