Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের আবহাওয়া

ইতিমধ্যে ‘মন্থা’ ল্যান্ডফল করেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে। সতর্কতা জারি আছে অন্ধ্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে। মঙ্গলবার রাতেই ভালো বৃষ্টি হয়েছে বাংলার কোনো কোনো জেলায়।

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির কারণে সতর্কতা জারি। এছাড়া কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এর পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে আজ থেকে বৃষ্টি উত্তরেও। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। এরপর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।