বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ডায়মন্ড হারবার মডেল নিয়ে আরও একবার নিজের পিঠ চাপড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজে চরিয়াল খালের উপর সেতু উদ্বোধন হল সোমবার। মানুষের জন্য সেই সেতু খুলে দেওয়া হয়েছে। মানুষকে কথা দেওয়া হয়। তা রাখা হয়। এরই নাম ডায়মন্ড হারবার মডেল। এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করা হয়েছে ডায়মন্ড হারবারে। সাংসদ, বিধায়ক তহবিল, জেলা পরিষদ, রাজ্য সরকারের বিভিন্ন দফতর, পঞ্চায়েতের কাজ এখানে হয়েছে। এক বছরে ৫৮৫ কোটি টাকার কাজ হয়েছে৷ প্রতি দিন ১ কোটি ৫৫ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। খতিয়ান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের উন্নয়নের বার্তা বজবজ থেকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল কেন উল্লেখযোগ্য? সেই বিষয়েও বক্তব্য রেখেছেন সাংসদ। ৭০ হাজার বৃদ্ধকে বার্ধক্যভাতা দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে। ১০০০ টাকা করে সেই ভাতা দিয়ে নজির তৈরি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার কোনও দিন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। আগামী দিনেও দাঁড়াবে না। এমনই কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকার জায়গায় হাজার টাকা অনুদান দেওয়া হবে। আগামী এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করলেন অভিষেক।
১০০ দিনের টাকা দু’বছর ধরে সাধারণ মানুষ পায়নি। গায়ের জোরে কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের। বাংলায় বিজেপি হেরে গিয়েছে। সেই কারণে ২৪ লক্ষ সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। রাজ্যের ১১ লক্ষের বেশি মানুষের বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেবে। ১০০ দিনের কাজের টাকাও রাজ্য সরকারই দেবে। সেই বিষয়ে জোর দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যত কুৎসা অপপ্রচার হচ্ছে, তত মানুষের সমর্থন বাড়ছে। গত ৫ দশকের দাবি ছিল এখানে সেতু করার। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেতু করার। সেই সেতু হল। ৫৬ কোটি টাকা খরচ হয়েছে। মাঝখানে করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। কার্যত তিন বছরে এই সেতু তৈরি হয়েছে। এমনই দাবি অভিষেকের।