বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পুজো শেষ হওয়া মানেই ডেঙ্গির আতঙ্ক বাড়া। এবার প্রতিযোগিতা দিয়ে বাড়ছে ডেঙ্গি। শীর্ষে আবারও উত্তর ২৪ পরগনা! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শেষ দু’সপ্তাহেই নতুন করে ১,৬৩২ জনের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছিল। শুধুমাত্র অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছেন প্রায় ৩,২০০ জন। চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৫০৩। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা- আক্রান্ত ২,৩২৬ জন। এরপরই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে আক্রান্তের সংখ্যা ২,৩০৪। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে হুগলি ও কলকাতা- দুই জেলাতেই সংক্রমণ পেরিয়েছে হাজারের ঘর। মালদায় আক্রান্ত প্রায় হাজারের কোঠায়, আর হাওড়ায় ৭৫০ জনের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে এই ছয় জেলাতেই সংক্রমিত হয়েছেন প্রায় ৮,৭০০ জনেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, পুজোর মরশুমে খোলা মণ্ডপ, জমে থাকা জল, এবং নিয়মিত সাফাইয়ের অভাবই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ। অক্টোবর মাসে টানা বৃষ্টি, তার পর শুকনো দিন, আবার বৃষ্টি – এই চক্রাকার আবহাওয়া এডিস ইজিপ্টাই মশার প্রজননের আদর্শ পরিবেশ তৈরি করেছে। জমা জল কয়েকদিন থাকলেই মশার লার্ভা বেড়ে ওঠে।