বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এর আগে বিজেপি নেতারা প্রচার করেছিল যে ‘SIR’ প্রয়োগ হলে মোটামুটিভাবে ১ কোটি নাম বাদ যাবে। এবার একটা পরিসংখ্যান সামনে এসেছে। রাজ্যের অন্তত ৩৪ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হতে পারে, কারণ আধার ডেটাবেস অনুযায়ী তাঁরা মৃত বলে চিহ্নিত হয়েছেন। ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) এই তথ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে।৪ নভেম্বর থেকে সারা দেশে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)। এই উদ্যোগের মূল লক্ষ্য হল মৃত, অনুপস্থিত, বা ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে ফেলা। এবং ভোটার তালিকাকে নির্ভুল করা।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন বহু অভিযোগ পেয়েছে। যেমন ভুয়ো ভোটার, একই নাম, মৃত বা অনুপস্থিত ভোটারদের উপস্থিতি। UIDAI-এর ডেটাবেস এখন সেই সমস্ত এন্ট্রি চিহ্নিত করতে সাহায্য করছে। বুথ-স্তরের কর্মীরা ঘরে ঘরে যাচাই অভিযান চালাচ্ছেন, যাতে মৃত ও অবৈধ ভোটারদের নাম মুছে ফেলা যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বর গণনা পর্ব এবং ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, যদি কারও নাম বাদ যায় এবং তারা ফর্ম জমা দেন, তাহলে তাঁদের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO)-র সামনে হাজির হয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে। আধার ডেটাবেসের তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।