Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাৎ সাময়িকভাবে শীত বিদায় নিয়েছে। ভোরের দিকে সামান্য শীতের অনুভব থাকলেও একটু বেলা বাড়লেই বেশ গরম পড়ে যাচ্ছে। বর্তমানে শ্রীলংকা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে। যা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কারণেই তাপমাত্রা বাড়ছে।

ওদিকে শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। যা আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর জেরে পারদ চড়বে। তবে আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় শুক্রবার পর্যন্ত রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে চার দিন আর তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বুধবার কলকাতার রাতের তাপমাত্রা ২১ বা ২২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা নামবে। ফিরবে শীতের মেজাজ। এদিকে আপাতত রাজ্যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে।

অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ কিছুটা কমেছে। তবে শীতল হাওয়ার দাপট রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়বে শুক্রবার পর্যন্ত। উত্তরের জেলাগুলিতে ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। আপাতত বৃষ্টি হবে না উত্তরের কোথাও। শনিবার থেকে ফের তাপমাত্রা নামবে। শীতের আমেজ বাড়বে। আপাতত ভোগাবে কুয়াশা।