বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ির সেলেশিয়ান কলেজে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে দুদিনের রোজগার মেলা ২.০ শিবিরের সমাপনী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বোস মহাশয়, রাজ্য সভার সাংসদ তথা ভারত সরকারের প্রাক্তন বিদেশ সচিব এবং G20 এর প্রধান সমন্বয়কারী মাননীয় শ্রী হর্ষবর্ধন শৃংলা মহাশয়, জলপাইগুড়ির মাননীয় সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় মহাশয়, সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিগণ। প্রথম দিনে ১০০০ জনেরও বেশি যুবক এবং যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি দুজনে উপস্থিত ছিলেন এই রোজগার মেলায়। বিধায়ক শংকর ঘোষ এদিন জানালেন আজকালকার দিনে শুধু ভারত বর্ষ নয় সারা বিশ্ব জুড়ে অরাজকতা, কোথাও চাকরি নেই শিক্ষিত বেকার যুবক এবং যুবতীরা হন্যে হয়ে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে। সে দিক দিয়ে এই রোজগার মেলা এক অনন্য নজির তৈরি করল। যারা এখান থেকে নিয়োগপত্র পেলেন তারা আরো ২ থেকে ৫ জায়গায় পাঁচজনকে বলতে পারবেন। এটাই এই রোজগার মেলার বিশেষত্ব। আর শিলিগুড়ির মতো জায়গায় এইভাবে সাড়া পাওয়া সত্যিই একেবারে অনন্য নজির ।