বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের রাজ্যে ইডি তৎপরতা। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিলের ভুয়ো ডিরেক্টর নিয়োগ এবং শ্রমিকদের পিএফের টাকা না দেওয়ার মামলায় এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।
বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে সাত সকালে হানা দেন তদন্তকারীরা। সেই সঙ্গে শহরের আরও একাধিক জায়গায় চলছে অভিযান। হাওড়ার সাঁকরাইলেও জুট মিলে তল্লাশি চলছে। শ্রমিকদের পিএফের ২১ কোটি টাকা না দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্ট ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।