Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার দ্বিতীয় স্পেলে তাপমাত্রার পতন শুরু হয়েছে। হঠাৎ যে গরমটা পড়েছিল তা এবার বিপরীতমুখী। আবহাওয়া দপ্তর বলছে, আর কিছুদিন পরই ঝোড়ো ব্যাটিং শুরু করবে শীত। দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা নামছে না। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর প্রভাবে শীতের পথে বাধা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ বেড়েছে কিছুটা। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে আসতে পারে। আর পশ্চিমের জেলাগুলিতে ১৪–১৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। ফলত সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপটও বাড়বে রাজ্যে। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা ভোগাবে। আবহাওয়া দপ্তর বলছে, আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা একটু কমলেও ডিসেম্বরের আগে সেভাবে শীতের আমেজ ফিরবে না রাজ্যে।

অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের আমেজ বেড়েছে গত কয়েক দিনে। তাপমাত্রা নেমেছে কিছুটা। আজ দার্জিলিঙের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আর কোথাও বৃষ্টি হবে ন। শুষ্ক থাকবে আবহাওয়া। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।