বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘শেখ শাহজাহান’ সন্দেশখালির এই দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতার নামটাই যথেষ্ট ছিল। বছর দুই আগের থেকেই তিনি স্থান পেয়েছে ইতিহাসের পাতায়। বছর দুয়েক আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেইসময় তাঁদের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এমনকি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারধরের অভিযোগ উঠে। ওই ঘটনার পর শাহজাহান ও তাঁর দলবলের একাধিক ‘কীর্তি’-র কথা সামনে আসে। সরব হন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার ৫৫ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান।
দুরন্ত মোল্লা নামটা এক সময় শাজাহানের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হতো। কারণ তিনি ছিলেন শাজাহানের ছায়াসঙ্গী। অনেকদিন ধরেই তাঁকে খুঁজছিল সিবিআই। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী দুরন্ত মোল্লা। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হল। ২ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গতকাল বসিরহাটে তাঁর গোপন আস্তানা থেকে দুরন্তকে ধরেন সিবিআই আধিকারিকরা। ধৃতকে আজ (বুধবার) বসিরহাট আদালতে তোলা হবে। ইডির টিমের উপর হামলার ঘটনায় যাঁদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে অন্যতম এই দুরন্ত মোল্লা। ওই হামলার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার তদন্তভার হাতে পাওয়ার পর থেকে তাঁকে খুঁজছিল সিবিআই। এমনকি তাঁর বাড়িতে নোটিস পর্যন্ত দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, বারবার নিজের গোপন আস্তানা বদল করছিলেন দুরন্ত। ফলে তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। শেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বসিরহাটের গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।