বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার জ্বলে উঠেছে তালিবান ও পাকিস্তানের সংঘাত। এই সংঘাতকে প্রথমেই বন্ধ করা না গেলে ভবিষ্যতে অবস্থা যে খুবই খারাপ দিকে যাবে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার মধ্যরাতের এই হামলায় মৃত্যু হয়েছে ৯ শিশু ও ১ মহিলার। মৃত শিশুদের মধ্যে পাঁচজন বালক ও চারজন বালিকা। মঙ্গলবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ একথা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে মুজাহিদ লিখেছেন, ‘পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলেছে। ফলস্বরূপ ৯টি শিশু ও এক মহিলা শহিদ হয়েছেন।’ কোনও সামরিক পরিকাঠামো হয়, নিরীহ মানুষের বাসস্থান লক্ষ্য করে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা করেছে আফগান সরকার।
এছাড়াও সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, পাক হামলায় আফগান সীমান্তে আহত হয়েছেন চার আফগান নাগরিক। এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে তালিবান ও পাকিস্তানের। সংঘর্ষের জেরে দুই তরফেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতির লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তিনবার বৈঠক হয়েছে। তবে, সেই সব বৈঠক থেকে কোনও সুরাহা বের হয়নি। ইসলামাবাদের দাবি, তালিবানরা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং এই সংগঠনের সদস্যদের তাদের হাতে তুলে দিক। একইসঙ্গে ডুরান্ড লাইন বরাবর একটি বাফার জোন তৈরি করা হোক।