Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝর – যার নাম দিতোয়া। শ্রীলঙ্কা উপকূল থেকে এর অভিমুখ পুদুচেরী উপকূলে হতে চলেছে। তবে আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না।

নভেম্বর মাস শেষের পথে। তবে শীত দিচ্ছে হাতছানি। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন রাতের পারদ আরও চড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস। ফলত শীতের অপেক্ষা এখনও কিছুদিন। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে তাপমাত্রা। সোমবার থেকে পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। এদিকে আপাতত বৃষ্টিও হবে না রাজ্যে। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা অধিক থাকবে। তবে কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা জারি নেই। আজ ও আগামীকাল কুয়াশার সম্ভাবনা বাড়বে।ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান হাওয়া অফিসের।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা ভোগাবে পার্বত্য এলাকার পাশাপাশি সমতলের জেলাগুলিতেও। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে কিছুটা কমবে শীতের আমেজ।