Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হলো সনাতন ধর্ – যা হিন্দু ধর্ম নামে পরিচিত। বিশ্বের এই আদি ধর্মের মূল পীঠস্থান হিসাবেই পরিচিত ‘চারধাম’ অর্থাৎ চারটি মন্দির। এই চারধাম ভক্ত হিন্দুদের কাছে খুবই পবিত্র। চার ধাম হল ভারতের চারটি প্রধান হিন্দু তীর্থস্থান: বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। এই স্থানগুলি বিভিন্ন দেবতাকে উৎসর্গীকৃত, যেখানে বদ্রীনাথ, দ্বারকা এবং পুরী হল বিষ্ণুর মন্দির, এবং রামেশ্বরম হল শিবের মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই স্থানগুলি পরিদর্শন করলে মোক্ষ লাভ হয়।
চার ধামের বিস্তারিত

* বদ্রীনাথ: উত্তরাখণ্ডের একটি মন্দির যা ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত।

* দ্বারকা: গুজরাটে অবস্থিত, এটিও ভগবান বিষ্ণুর একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।

* পুরী: ওড়িশায় অবস্থিত জগন্নাথ মন্দির, যা ভগবান বিষ্ণুর একটি রূপ।

* রামেশ্বরম: তামিলনাড়ুতে অবস্থিত, এটি ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি মন্দির।

চারটি ধামের আরেকটি গোষ্ঠী
এছাড়াও, “চার ধাম” বলতে ভারতের গাড়োয়াল হিমালয়ের চারটি পবিত্র স্থানকেও বোঝানো হয়, যা ‘ছোট চার ধাম’ নামে পরিচিত। এই স্থানগুলি হল: যমুনোত্রী (যমুনা দেবী), গঙ্গোত্রী (গঙ্গা দেবী), কেদারনাথ (ভগবান শিব), বদ্রীনাথ (ভগবান বিষ্ণু).