বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শীতের অনুভূতি বেড়েই চলেছে। ইতিমধ্যে মানুষের গায়ে সোয়েটার জ্যাকেট উঠে গেছে। শীত প্রেমীদের কাছে বেশ আনন্দের পরিবেশ।
ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই কোনও। ফলত বৃষ্টিরও সম্ভাবনা নেই রাজ্যে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আর শুষ্ক আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়বে। আপাতত কলকাতা সহ গোটা উত্তুরে হাওয়া দাপট দেখাবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ কিছুটা বাড়বে। তবে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের দাপট বেশি থাকবে। তবে আপাতত কয়েকদিন তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না। আগামী পাঁচ দিনে পারদ খুব বেশি ওঠানামা করবে না দক্ষিণবঙ্গে। নতুন করে বড়সড় তাপমাত্রার পতন আপাতত হবে না। শীতের ভরপুর আমেজ বজায় থাকবে সর্বত্র। পাশাপাশি কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে ভোর ও সকালের দিকে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-এ ইতিমধ্যে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গেছে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বড়সড় হেরফের হবে না। কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকাল ও দিকে কুয়াশার দাপট থাকবে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে।