বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত দুয়ারে নয়, এবার একদম ঘরে প্রবেশ করেছে। উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণ বঙ্গে তাপমাত্রা কমেই চলেছে। সকাল ও সন্ধ্যার পড়ে বেশ কুয়াশা।
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে চলতি সপ্তাহে ১১–১৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোথাও ১০ ডিগ্রির নিচেও থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি পূর্বে লা নিনার প্রভাবের কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে, লা নিনার প্রভাবে যে ভয়ানক ঠান্ডার পূর্বাভাস ছিল তা এখন আর নেই। ফলত শীত স্বাভাবিকই থাকবে। বেশি হবে না। সকালে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত জারি নেই। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই কোনও। বৃষ্টিরও সম্ভাবনা নেই। গোটা রাজ্যে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়ায় সকাল–সন্ধ্যেয় শীতের অনুভূতি বেশি থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর আরও বলছে, সপ্তাহের মাঝামাঝিতে আবারও কিছুটা তাপমাত্রা নামতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের জেলাগুলিতে ১৩–১৫ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিন্ম তাপমাত্রা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি থাকছে।