বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৫ মিনিট! যুব ভারতীকে ১৫ মিনিট সময় দিলেন বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। কিন্তু মেসিকে দেখতে পেলেন না দর্শক আসনে বসা হাজার হাজার দর্শক – যারা হাজার হাজার টাকার টিকিট কেটে যুব ভারতীতে এসেছিলেন। যুবভারতীতে আছড়ে পড়ল ক্ষোভের আগুন। দর্শকদের একটাই কথা এই অব্যবস্থা কোনওদিন দেখেনি কলকাতা। মেসি বেরিয়ে যেতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা স্টেডিয়াম। উপরে ফেলা হল তাঁবু, দিকে দিকে ছড়িয়ে ভাঙা চেয়ার। ততক্ষণে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে দিয়েছে পুলিশ। রাস্তা থেকেই ফিরে যেতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ দৃশ্য দেখে হতবাক দেশ, হতবাক বিশ্ব। কেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দেখতেই পাওয়া গেল না মেসিকে সেই প্রশ্ন তুলছেন সব দর্শকই। ক্ষোভের মাঝে বেশ কয়েকজন দর্শক জখমও হয়েছেন বলে জানা যাচ্ছে।
এবার এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন তিনি। ক্ষমা চাইলেন মেসির কাছে, ক্ষমা চাইলেন ক্রীড়াপ্রেমীদের কাছে। তদন্ত কমিটি ঘোষণার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন। এক্স হ্যান্ডেলে মমতা লিখলেন, “সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছে। আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও স্টেডিয়ামের উদ্দেশে রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” এরপরই তিনি তদন্ত কমিটি যে তৈরি হচ্ছে সেই ঘোষণা করে দেন। তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। থাকছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব। দ্রুত এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে।