বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেষ ২৮ দিনে ‘বেঙ্গল ওয়াচ’ দশলক্ষ ভিউ হয়েছে। এই পরিসংখ্যান উদ্বেলিত করেছে বেঙ্গল ওয়াচের সমস্ত কর্মীদের।

বেঙ্গল ওয়াচের পক্ষ থেকে বেঙ্গল ওয়াচের কর্ণধার কানাই দেবনাথ সমস্ত দর্শক-পাঠককে জানাচ্ছে অশেষ ধন্যবাদ। এই ভিউয়ার্সদের আশীর্বাদে বেঙ্গল ওয়াচ আজ এই জায়গায় পৌঁছেছে। আশা করা যায় ভবিষ্যতেও সকলের কাছ থেকে এভাবেই বেঙ্গল ওয়াচ সমর্থন পাবে।