বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জমিয়ে ঠান্ডা পড়েছে। এবার পারদ পতন হতেই থাকবে। সোয়েটার জ্যাকেট কম্বল নামিয়ে ফেলুন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণে মূলত শুকনো আবহাওয়া বিরাজ করবে। আগামী সপ্তাহে আরও নামবে তাপমাত্রা।
শুকনো আবহাওয়ার পাশাপাশি সঙ্গে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে দক্ষিণবঙ্গে। দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই হালকা টু মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার কারণে দক্ষিণবঙ্গের সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। আপাতত রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজে ভাটা পড়বে না। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন স্বাভাবিকের নিচে থাকবে রাত ও দিনের তাপমাত্রা। তাপমাত্রা কিছুটা কমলেও বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা সেভাবে নেই। আপাতত উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ থাকবে রাজ্যজুড়ে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৫ ডিগ্রির মধ্যে।
সকাল থেকে রাত, উত্তরবঙ্গে শীতের দাপট বাড়ছে সমানে। কোচবিহার, আলিপুর সহ পার্বত্য জেলাগুলিতে কুয়াশার প্রভাব অধিক থাকবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দিনভর শীতল হাওয়ার দাপটে শীতের অনুভূতি বাড়বে তেমন থাকবে কুয়াশার দাপটও। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের মতোই।