Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বেশ জমিয়ে ঠান্ডা দুই বঙ্গেই। উত্তরবঙ্গে তো ছিলই এবার কয়েকদিন হলো দক্ষিণবঙ্গেও জমিয়ের ঠান্ডা পড়েছে। তবে কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায়। নতুন বছরের শুরু থেকে কিছুটা উর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চড়বে পারদ।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না আগামী চার দিন, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকবে। তবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে। ১ তারিখ থেকে চড়বে পারদ। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে তাপমাত্রা চড়বে। কিছুটা হলেও কমবে শীতের অনুভূতি। এবারেও শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা! পূর্বাভাস বলছে, ৩১ ডিসেম্বর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ চড়লেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। নতুন বছরের শুরুতে সর্বোচ্চ ২- ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ যে খুব একটা কমবে তেমনটা নয়। রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে আগামী তিন-চার দিন। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

উত্তরবঙ্গে (North Bengal Weather) বিরাট দাপট দেখাচ্ছে শীত। ভয়ঙ্কর কুয়াশার দাপট রয়েছে অধিকাংশ জেলায়। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সব জেলাগুলিতে দিনভর আংশিক মেঘলা আকাশ ও কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।