Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বাংলাদেশের এক ইসলামি বক্তার বিরুদ্ধে। এনিয়ে এবার সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। তিনি বলেন, “আমাদের মতভেদ আছে, থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে অপমান করে কোনও কথা হলে মেনে নেব না।”

এক সভায় বক্তব্য রাখার সময় নওসাদ বলেন, ‘কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে। কারণ তিনি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছেন এবং আমরা চোরমুক্ত সমাজ চাইছি। ফলে দুজনের আদর্শ এক হবে না। সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে।”

“কিন্তু দিনশেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশের বক্তা যে বাজে মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাঁকে ধিক্কার জানাচ্ছি।” একথা বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই নিয়ে জবাবদিহি চাওয়ার দাবি জানান। একইসঙ্গে ভারত সরকারকে উদ্দেশ করে নওসাদ বলেন, “যত দ্রুত সম্ভব ইউনুস সরকারের (Yunus Govt) সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই বক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিক।”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে  ওপার বাংলার ইসলামি নেতা আলেম রফিকউল্লাহ আনসারীকে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করতে শোনা গেছে। বাংলাদেশের বর্তমান অরাজকতার সময়ে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।