বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রশ্নটা লক্ষ টাকার। কারণ রাজনীতিতে ‘অসম্ভব’ বলে কিছু হয় না। তবুও শেষ কথা হলো -বামেরা কখনোই তৃণমূল বা বিজেপির সঙ্গে জোট করবে না। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই প্রশ্নর উত্তর খুঁজতে হবে। হুমায়ুন কবীর নাকি এবারের বিধানসভা নির্বাচনে এক্স ফ্যাক্টর। এমনকী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন। আর তার জন্য বাম-কংগ্রেসের সঙ্গেও জোট গড়ার প্রস্তাব দিতে পারেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু বামেরা কি তাঁর এই প্রস্তাবে রাজি? কী বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু?
ছাব্বিশের নির্বাচনে কি হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টিকে জোটের শরিক হিসেবে মেনে নেবে বামফ্রন্ট? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বর্ষীয়ান বাম নেতা শুক্রবার জানান, হুমায়ুনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে এ ব্যাপারে কোনও যোগাযোগ করা হয়নি।
সাংবাদিকদের প্রশ্নর উত্তরে প্রবীণ সিপিএম নেতা নলেন, তারা তৃণমূলকে হারানোর জন্য কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবেন না। সাংবাদিকদের প্রশ্নর উত্তরে বিমান বসু বলেন,, ‘হুমায়ুন কবীররা তো কথা বলেনি। তারা মাধ্যম দিয়ে কথা বলছে। এখনও সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি।’ তবে হুমায়ুন সঠিক ভাবে আবেদন জানালে তাঁর সঙ্গে জোট নিয়ে কী ভাবনাচিন্তা করবে বামফ্রন্ট তা অবশ্য স্পষ্ট হয়নি।
বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়তে প্রস্তুত ISF। কলকাতায় শহিদ মিনারের সভা থেকে এ কথা ঘোষণা করেছেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ বলেন, ‘কংগ্রেস, বামফ্রন্ট এবং সমস্ত দল যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে ও সংবিধানের নিরপেক্ষতাকে প্রাধান্য দেয়, আমরা তাদেরকে আমরা গ্রহণ করব।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছি না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ গোটা BJP-কে হারানোর কথা বলছি।’CPIM কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল এবং BJP, উভয়কে পরাজিত করতে আমরা লড়ব। কারণ তারা সমাজে মেরুকরণের চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সমস্ত শক্তিকে একত্রিত করার চেষ্টা করব।’ স্বাভাবিক কারণেই মনে হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য বামেরা কখনোই ঘুর পথে হুমায়ূনের সঙ্গে হাত মেলাবেন না। বা স্পষ্ট করে বলা যায়, যদি হুমায়ুন বিজেপির সঙ্গে হায় মেলায় তাহলে বামেরা হুমায়ূনের সঙ্গে হাত মেলাবে না।