বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ব্রিগেড থেকে কি তৃণমূল কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চাইছে? রবিবাসরীয় দুপুরে এই বার্তা আরও জোরালো হল। মার্চ মাসের প্রথম সপ্তাহেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এই সভার নামও তদন্ত তাৎপর্যপূর্ণ। ‘জনগর্জন সভা’ নামকরণে পোস্টার প্রকাশিত হয়েছে। আগামী ১০ মার্চ ব্রিগেডে এই সভা। পোস্টারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে।
তৃণমূল বিজেপির বিরুদ্ধে বরাবর সরব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন মোদী- শাহের বিরুদ্ধে। এবার কি মানুষের বার্তা শোনা যাবে বিগ্রেডের মাটি থেকে? বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটের আগে ব্রিগেডের মাটিতে গণসোচ্চার হবে? প্রশ্ন উঠছে।
আক্ষরিক অর্থে এই ব্রিগেডের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মার্চ মাসের শুরুতেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন।১ তারিখ সভা করবেন তিনি আরামবাগে। পরদিন ২ তারিখ কৃষ্ণনগরে সভা রয়েছে। এরপর ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে প্রধানমন্ত্রীর জনসভা।
সন্দেশখালি এই মুহূর্তে রাজনৈতিক মহলে সব থেকে হটকেক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালি নিয়ে আক্রমণাত্মক হয়ে উঠবেন। একথা পরিষ্কার। বিজেপি প্রধানমন্ত্রীর জনসভা দিয়েই রাজ্যে প্রচারে নামবে। এমনই রাজনৈতিক মহল মনে করছে। বঙ্গ বিজেপিকে নরেন্দ্র মোদী কোন বার্তা দেন? সেদিকে মুখিয়ে রয়েছে গেরুয়া শিবির।
তৃণমূল কংগ্রেস কোনওভাবে বিজেপিকে জায়গা ছাড়তে চাইছে না। সে কারণেই এবার তৃণমূল কংগ্রেস সরাসরি ‘ব্রিগেড চলো’ বার্তা দিয়েছে। সাধারণত তৃণমূল কংগ্রেস ২১ জুলাই সব থেকে বড় সমাবেশ করে কলকাতার ধর্মতলায়। ব্রিগেডে তৃণমূল কংগ্রেস এখন অবধি হাতে গোনা সভা করেছে।
এবার সেই ব্রিগেড থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের বার্তা দেবেন। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিজেপির সঙ্গে সম্মুখ সমরে নামবেন। এমনই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের তরফে বার্তা দেবেন। পোস্টার থেকে এ কথা পরিষ্কার৷
বিজেপি সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রচার এই সন্দেশখালি ইস্যু। এই কথা পরিষ্কার। সেখানে কেন্দ্রের বঞ্চনা, সরকারি আটকে রাখা, একশো দিনের কাজের টাকা আটকে রাখা, বাড়ি তৈরির টাকা না দেওয়া, এইসব বিষয়কে সামনে আনতে চাইছে তৃণমূল। দলের নেতা কর্মী সমর্থকদের দিকে জোরালো বার্তা দেবেন দলনেত্রী। একথা কার্যত পরিষ্কার।
প্রধানমন্ত্রীর তিনটি সভা থেকে বঙ্গ বিজেপি তাদের শক্তি শানাবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। গতবার ১৯ টি আসনে লোকসভায় বিজেপি জিতেছিল রাজ্য থেকে। এবার এই আসন সংখ্যা আরও বাড়াতে চাইছেন অমিত শাহ, জেপি নাড্ডা। সেই লক্ষ্যেই বিজেপি ঝাঁপাবে।
তৃণমূল কোনওভাবে জমি ছাড়তে নারাজ। লড়াইয়ের ময়দানে দেখা হবে পরিষ্কার। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন। সেই হিসেবে নিজেদের শক্তি দেখানোর জন্য এবার তৃণমূল কংগ্রেস ব্রিগেডকে বেছে নিল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
ইন্ডিয়া জোট নিয়ে কোন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জোট সঙ্গীদের নিয়ে সভা করেছিলেন। এবার কি এমন কোনও লক্ষ্য রয়েছে ? প্রশ্ন উঠছে।