বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েক বছর ধরেই একাধিক কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা ছড়িয়ে পড়েছে প্রায় সব ঋতুতেই। এ বছর তো শীতের শেষে ও বসন্তের শুরুতে বর্ষায় কয়েকবার ভিজেছে বাংলা। এই ভরা ফাগুনে আবার বৃষ্টির পূর্বভাস দিলো আবহাওয়া অফিস।
রবিবার কমবেশি অনেক জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কিন্তু আজ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের অন্তত ১৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। সোমবার বীরভূম, পশ্চিম মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টিতে ভিজবে কলকাতাও। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে। একটা শীতের আমেজ থাকবে। উত্তুরে বাতাস আবার ঢুকছে বাংলায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী ক’য়েক দিন মহা নগরীর আকাশ মূলত মেঘলা থাকবে।
তবে উত্তরবঙ্গে উঁচু অঞ্চল ছাড়া বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না।