বেঙ্গলওয়াচ নিউজ ডেস্ক :সামনেই সরস্বতী পূজো সেই সাথে পাল্লা দিয়ে শিলিগুড়িতে দাম বাড়ছে ফলের। বিশেষ করে এই সময় বেশী চাহিদা থাকে কুলের। আগে প্রচলিত কথাই ছিল সরস্বতী পূজো না পার হলে কুল খাওয়া যায় না। সেটা মানতেনও সবাই। আজকে যুগ বদলিয়েছে বদলিয়েছে সময় মানুষের মনের পরিবর্তন ঘটেছে। তাই এখন আর কেউ সেইসব কথা মাথায় রাখেন না। তবে সরস্বতী পূজোর সময় ফলের চাহিদা এখনো আগের মতনই আছে। বাজার এখনো শুরু না হলেও পূজো আসতে বেশী দেরী নেই আর। তাই ফলের দাম এখন উঠতে শুরু করে দিয়েছে। বেশী দাম এখন কমলালেবু এবং কুলের। তাই বাজারে কোথায় কমের মধ্যে ফল কিনতে পারা যায় সেটা দেখতে আরম্ভ করে দিয়েছেন সবাই। তাই বাজারে ফলের চাহিদা এখন অনেক অনেক উচুতে।কিভাবে কোথায় গেলে কম দামে পাওয়া যাবে ফল সেটাই খুজছেন ক্রেতারা। বিশেষকরে ইষ্কুলে যারা পূজোর দায়িত্বে আছেন তারাই খোজ খবর করতে শুরু করে দিয়েছেন। শিলিগুড়ির বিধান মার্কেট এবং হায়দারপাড়াতে ফলের চাহিদা সবচাইতে বেশী। বেশী হলেও কিনতে যান ক্রেতারা। এছারা অন্য জায়গাতে ফলের দাম কিছুটা হলেও কমের দিকে। তবে সরস্বতী পূজোর আগে প্রতিবছরই দাম বাড়ে ফলের জানালেন এক বিক্রেতা।তিনি আরো জানান এই সময় ফলের প্রকার একেক ধরনের হয় তাই দাম বেশী হয়।