বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন এবং তাঁর দলবল একাধিক গ্রামবাসীর জমি দখল করে নিয়েছিলেন। তাতে যুক্ত ছিলেন অজিত মাইতিও। প্রকাশ্যে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা হলধর আড়ির স্ত্রীর। দুর্নীতি জমি দখল যে হয়েছে সেকথা স্বীকার করে নিয়েছেন হলধর আড়ি নিজেও।
সোমবার সকাল থেকে হলধর বাড়ির সামনে লাঠি-ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। গতকাল রাতে হলধর আড়ির বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছিল তা এখনও জানা যায়নি। তৃণমূল নেতাকে নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল থেকে ফের ফুঁসে উঠেছে সন্দেশখালি। হলধর আড়িকে অঞ্চল সভাপতি পদে বসানোর কথা গতকালই ঘোষণা করেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে সঙ্গে জনরোষ গিয়ে পড়েছে হলধর আড়ির উপরে। সোমবার সকাল থেকে হলধর আড়ির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মহিলারা। যাকেই পদে বসানো হচ্ছে তার উপরেই আক্রমণ নেমে আসছে বলে মনে করছেন তিনি। সেকারণে এই মুহূর্তে বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হলধর আড়ির স্ত্রী জািনয়েছেন তিনি বিন্দুমাত্র ভীত নন। তিিন নিজে একটা সময়ে বামপন্থী সংগঠন করতেন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গ্রামের মহিলারা নাকি বলেছেন যে পদে বসবে তাঁকেই টিকতে দেব না। অর্থাৎ একদিকে পরিকল্পিত ক্ষোভের ইঙ্গিত দিয়েছেন তিনি।