Spread the love

 

 

 

 

 

 

বেঙ্গলওয়াচ নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের রামভক্তরা মুখিয়ে রয়েছেন রামলালার দর্শনের জন্য।রামভক্তদের আশা পূরণ করলো ভারতীয় রেল।উত্তরপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আস্থা স্পেশাল ট্রেন।

অসম থেকে শুরু হয়েছে এই ট্রেনের যাত্রা।এরপর আলিপুরদুয়ার,জলপাইগুড়ি হয়ে এনজেপি স্টেশনে পৌঁছায় ট্রেনটি।সোমবার দুপুর নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছায় ট্রেনটি।এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফে অযোধ্যা দর্শনে যাওয়া প্রায় ১৫০০ জন যাত্রীকে একত্রিত করে আস্থা স্পেশাল ট্রেনে পাঠানো হয়।রেলের এমন উদ্যোগে খুশি ভক্তরা।

এই বিষয়ে রেলকর্তারা জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেন চলছে তাই আমাদেরও ইচ্ছা ছিল এখান থেকে ট্রেন চালানোর। এবারে এখান থেকে ট্রেন যাচ্ছে এটা ভেবেই আমরা আনন্দ পাচ্ছি। তাই যারা এই ট্রেনে করে যাচ্ছেন তাদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা থাকল বলে জানান তিনি। এদিন প্রচুর মানুষ উপস্থিত ছিলেন অযোধ্যাগামী ট্রেনের যাত্রা দেখতে।
আজ এনজেপী থেকে ট্রেন রওয়ানা দিল অযোধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *