বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এতদিন পরে একটা মনের মতন ইনিংস তাও আই পি এল এ মারকুটে ব্যাটিং করে মন জয় করেছেন সবার।
জানালেন এইভাবেই খেলে যেতে চাই আমি। আমার জন্য যে অর্থ ব্যায় করেছে ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জার। আজকে আমি খুশী আমি তার দাম দিতে পেরেছি। রিচা আরো জানালেন আমি গোটা আই পি এল এ ভালো খেলার লক্ষ্য নিয়ে চলেছি। জানালেন রিচা। তিনি আরো জানালেন আমার কাজ ভালো খেলা।এই আই পি এলএ ভালো খেলা আমার প্রথম লক্ষ্য। আর সেটা আমি আমার খেলার মাধ্যমে দেখাতে চাই মানুষকে। রিচা আরো জানালেন আমার খেলা দর্শকদের আনন্দ দিয়েছে এটা আমার কাছে প্রচণ্ডভাবে আনন্দের বিষয়। এবং সেটা আমি মনে মনে মেনে নিতে পেরেছি। দেখাযাক কতটা কি হয় জানালেন রিচা।