বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডিজিটাল পরিসেবা দেওয়া হবে,থাকবে যাত্রীদের জন্য সব ধরনের সূযোগ। নিউজ জলপাইগুড়ি ষ্টেশনে অমৃত ভারত রেলওয়ে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবং শিলিগুড়ি থেকে যার দায়িত্ব ছিল সাংসদ রাজু বিস্তার।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী। এদিন সাংসদ রাজু বিস্তা জানালেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীতে রেল নিয়ে আমাদের দেশকে এক নতুন দিশা দেখাতে চলেছেন। আর তারই কিছু ঝলক পাবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ষ্টেশন। আগামী তে এই রেল ষ্টেশন ভারতের দশটি রেলওয়ে ষ্টেশনের মধ্যে একটি বলে পরিগনিত হবে। আমাদের লক্ষ্য আগামীতে ভারতবর্ষের সব জায়গাতে যাত্রী পরিসেবা উন্নত করে তোলা। যাতে গভীর রাতে যাত্রীরা ষ্টেশনে এসে পৌছালে তাদের নিরাপত্তা যেন সঠিকভাবে হয়। এর জন্য রেল দপ্তরের বাড়তি টাকা খরচ হবে ঠিকই তবে সেটা যাত্রীদের জন্য মঙ্গলদায়ক হবে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপীর পুরুষ এবং মহিলা কর্মীরা।