বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচনের আগে মানুষের সাথে ছলনা করতে চাইছে কেন্দ্র।একশো দিনের কাজের টাকা আটকে রেখে কেন্দ্রীয় সরকারের মানুষের উপরে যে ধরনের চাপ তৈরী করতে চাইছে তার জবাব মানুষ দেবে।
আজ শিলিগুড়িতে এক অনুষ্ঠানে ঠিক এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আমাদের মুখ্যমন্ত্রী গরীবদের কথা ভেবে নিজে দায়িত্ব নিয়ে তাদের হাতে টাকা পৌছিয়ে দিচ্ছেন। তাই তার মতন মুখ্যমন্ত্রী পাওয়া এক ভাগ্যের ব্যাপার। তিনি জানেন সাধারন মানুষের কষ্ট। তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যার কোন ভয় নেই একেবারেই নিরপেক্ষতা বজায় নিয়েই চলতে চেষ্টা করেন।আজকে তিনি সারা বাংলার মানুষের কাছে টাকা পৌছাতে চাচ্ছেন সেটা আমাদের কাছে চরম আনন্দের ব্যাপার। তিনি কেন্দ্রীয় সরকারের চোখ রাঙানিকে ভয় পান না তাই তার ব্যাপার ই আলাদা। তিনি জানিয়েছেন তিনি সবসময় বঞ্চিত এবং নিপিড়িত মানুষের পাশে থাকবেন। তা তার পাশে কেউ থাকুক বা না থাকুক।এবারের নির্বাচনে মানুষ বিজেপীকে বুঝিয়ে দেবে যে তাদের দিন শেষ হয়ে এসেছে। তারা বিদায় নিন এবারে। এদিন জেলা সভাপতি জানিয়ে দেন নির্বাচনে এবারে ঝাপিয়ে নামতে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র নেত্রীর নির্দেশ এর অপেক্ষা।