Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা ভোটের আগে কংগ্রেসে বড় ধাক্কা। দল ছাড়লেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। অধীর চৌধুরীর সঙ্গে আগে থেকে দ্বন্দ্ব ছিল তাঁর। আজ ইমেইলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

 

৫৫ দিন ধরে অধরা সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। এখনও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। কোথায় সন্দেশখালির বাঘ এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিন্তু সেই বিরোধী দলের শিবিরে কংগ্রেসের তেমন ভূমিকা নেই। সন্দেশখালি ইস্যুতে কংগ্রেস কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন কৌস্তভ বাগচি। তিনি অভিযোগ করেছেন রাজ্যে এতোবড় একটা ঘটনা ঘটে চলেছে অথচ তাতে কংগ্রেস তেমন কোনও ভূমিকাই নিতে পারছে না।

বঙ্গে কংগ্রেসের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইমেইলে মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ তিনি প্রকাশ্যেই জানিয়েছেন কংগ্রেস রাজনৈতিক সত্ত্বা হারিয়ে ফেলেছে। শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা করেছেন কৌস্তভ।

শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে বিজেপি আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছে তার প্রশংসা করেছেন কৌস্তভ বাগচী। তিনি বলেছেন রাজ্যে শাসক দলের বিরুদ্ধে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সেটা প্রশংসনীয়। তিনি শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের সেনাপতি। কৌস্তভের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও কংগ্রেস নেতা সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি রাজনীতিতেই থাকবেন বলে জানিয়েছেন।

কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য। জামিনে মুক্তি পেয়ে মাথা ন্যাড়া করে কৌস্তভ বাগচী রীতিমতো হুঁশিয়ারি দয়েছিলেন যতদিন না তিনি এর প্রতিশোধ নেবেন ততদিন মাথায় চুল রাখবেন না। মমতা সরকারের পতন ঘটানোই এখন তাঁর মূল লক্ষ্য। তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে দেখা গিয়েছিল কৌস্তভ বাগচীকে।

দলের অন্দরে কৌস্তভের সঙ্গে যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরোধ তৈরি হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। এই নিয়ে কংগ্রেসের অন্দরেও জল্পনা চলছিল। অধীর চৌধুরীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রকাশ্যে একাধিকবার অধীর চৌধুরীর সমালোচনাও করেছিলেন তিনি। শাসক দলের বিরোধীতায় দল ঠিক মতো আন্দোলন গড়ে তুলতে পারছে না বলেই অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *