বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:.দীর্ঘ টালবাহানা শেষ! অবশেষে ৫৬ দিনের মাথায় পুলিশের জালে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। বৃহস্পতিবার ভোরে সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
তবে গ্রেফতারের পর নজর এড়িয়ে সকালেই বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল নেতাকে (Sheikh Shahjahan Arrested) । কোর্ট লকআপেই তাঁকে রাখা হয়েছে বলে খবর। দুপুরের পর আদালতের কাজ শুরু হবে। সেই সময় শেখ শাহজাহানকে আদালতে তোলা হতে পারে। সূত্রে খবর, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের তরফে জানানো হতে পারে।
‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan Arrested) গ্রেফতারের পরেই গোটা সন্দেশখালি জুড়ে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। হতে পারে বিক্ষোভ! আর সে বিষয়টিকে মাথায় রেখে সর্বত্র পুলিশের তরপরতা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, গত প্রায় ৫৫ দিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালি বিস্তীর্ণ এলাকাজুড়ে। শেখ শাহজাহানের বিরুদ্ধে পথে নামেন এলাকার মহিলারা। দাবি জানান গ্রেফতারের। যদিও শেখ শাহজাহানের খোঁজ পেতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ-প্রশাসনকে।
যদিও বেতাজ বাদশার গ্রেফতারের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই চাপান রাজ্য পুলিশের ডিজি। এমনকি গ্রেফতারি নিয়ে আইনি জটিলতা আছে বলেও দাবি করে শাসকদল। যা নিয়ে পালটা চাপ বাড়াতে শুরু করে বিজেপি সহ বিরোধীরা। তৃণমূল নেতাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতাকে।
এই অবস্থায় মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল শেখ শাহজাহানকে আড়াল করছে এমন সংশয় রাখবেন না। জুডিশিয়ারি ডিপার্টমেন্ট শাহজাহানকে আড়াল করছে বলেও দাবি করেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।এমনকি কুণাল ঘোষও বলেন, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন তৃণমূল নেতা শাহজাহান।
আর সেই ডেটলাইন শেষ হওয়ার আগেই পুলিশের জালে শেখ শাহজাহান। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক বিতর্কের মধ্যেই গত কয়েক দফায় সন্দেশখালি গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠক করেছেন পুলিশ আধিকারিকদের। পুলিশের এহেন তৎপরতা ঘিরে নানা জল্পনা তৈরি হয়।
পরে রাজীব কুমার জানিয়েছিলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁরা সবাই গ্রেফতার হবেন। যাঁরা আইন ভেঙেছেন,তাঁরা গ্রেফতার হবেন।” অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় প্রথম নাম আসে শেখ শাহজাহানের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাঁকে হেফাজতে নিতে পারে বলে খবর।