Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে সভা করার কথা রয়েছে তাঁর। আগামীকাল কৃষ্ণনগরে সভা করবেন তিনি। তারপরে আবার ৮ তারিখে উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী।

 

এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। জল্পনাশুরু হয়েছিল মার্চ মাসের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা করার কথা। তবে পুরোটাই জল্পনা। নির্বাচন কমিশন এখনও এই নিয়ে কোনও কথা বলেনি। কিন্তু বিজেপি তার আগেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আজ রাজ্যে প্রথম ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আরামবাগে সভা করবেন তিনি। ঝাড়খণ্ড থেকে কপ্টারে আরামবাগে সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা ভোটে আরামবাগে ভাল ফল করেছিল বিজেপি। মাত্র ১২ ভোটে হারতে হয়েছিল গেরুয়া শিবিরকে। সেকারণে আগে থেকে আরামবাগে এবার ঘর গোছাতে তৈরি বিজেপি।

আগামীকাল আবার কৃষ্ণনগরে সভা করবেন তিিন। কৃষ্ণনগর কেন্দ্রটিও বেশ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। এই কেন্দ্রে গতবার ভাল ভোট পেয়েছিল বিজেপি। সেকারণে এবার আগে থেকেই মোদীর সভা করে ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করে রাখতে চাইছে গেরুয়া শিবির। গতকাল কৃষ্ণনগরে সভা করার পর তিনি কপ্টারে উড়ে যাবেন বিহারের গয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *