বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাতনের প্রাক্কালে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সরকারিভাবে শেষ বৈঠকটি সেরে ফেললেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেই সভায় ঘণ্টাখানেকের বক্তব্যে প্রচারের দিশা ঠিক করে দিলেন তিনি।
২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের রূপরেখার পাশাপাশি টানা তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পরই কোন ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই ৫ বছরের অ্যাকশন প্ল্যান নিয়েও আলোচনা চলে।
মোদী মন্ত্রীদের উদ্দেশে বলেন, যান, জিতে আসুন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। নাগরিকদের সঙ্গে মিলিত হওয়ার সময় বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। যা মন্ত্রীদের পাশাপাশি দলের প্রার্থীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মন্ত্রীদের মোদী নির্দেশ দেন, সংশ্লিষ্ট মন্ত্রকে বিগত ২৫ বছর ধরে নানা পদক্ষেপের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা রাখতে।
ডিপফেক সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কোনও কিছু বলার সময় সতর্ক থাকতে হবে। এখন ডিপফেকের মাধ্যমে কণ্ঠস্বর-সহ অনেক কিছুই বদলে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণের কাছে নানাবিধ প্রকল্পের কথা তুলে ধরতে হবে। বিতর্কিত মন্তব্য করা চলবে না।
মে মাসে নয়া সরকার গঠনের পরই যে পদক্ষেপগুলি করা হবে তার ১০০ দিনের অ্যাজেন্ডা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মোদী বলেন, জুনে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তাতেই বিকশিত ভারতের ধারণা প্রকাশ পাবে। বিকশিত ভারত নিয়ে বিভিন্ন মন্ত্রকের পাশাপাশি সিআইআই, ফিকির মাধ্যমে সেমিনার বা আলোচনাচক্র আয়োজনের পরিকল্পনার কথাও উঠে এসেছে।
প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটাতে আসন্ন বাজেটে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথাও উঠে এসেছে মোদীর বক্তব্যে। ম্যাক্সিমাম গভর্নমেন্ট, মিনিমাম গভর্ন্যান্সের বিষয়টিও সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক মন্ত্রী নিজেদের নানা পরিকল্পনার কথা সভায় তুলে ধরেন।