বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তবে নির্বাচন কমিশন এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি। সেই পরিস্থিতিতে সোমবার, চার মার্চ থেকে ভারত দর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা চলবে ১২ মার্চ পর্যন্ত। এই কয়দিনে প্রধানমন্ত্রী দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যাবেন।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী চার থেকে বারো মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাত ও জম্মু-কাশ্মীর সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন। এই সময়কালের মধ্যে তিনি ১১ মার্চ কাটাবেন দিল্লিতে।
৩৭০ ধারা বাতিলের পরে প্রধানমন্ত্রী প্রথমবার কাশ্মীর উপত্যকায় যাবেন ৭ মার্চ। শ্রীনগরের বকশি স্টেডিয়ামে তিনি সভা করবেন। এই ব্যস্ত সূচির মধ্যে প্রধানমন্ত্রী ছয় মার্চ সন্ধেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সভায় উপস্থিত থাকবেন এবং দলের দ্বিতীয় তালিকা নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী মোদীর নয় দিনের সফরসূচি
চার মার্চ প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার আদিলাবাদ থেকে সফর শুরু করবেন। সন্ধেয় যাবেন চেন্নাই। তারপর তেলেঙ্গানার রাজভবনে রাত্রি যাপন করবেন।
পাঁচ মার্চ তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি অনুষ্ঠানে যোগদান করবেন। তারপর তিনি ওড়িশার জাজপুরে যাবেন। রাতে তিনি যাবেন কলকাতায়, থাকবেন রাজভবনে।
ছয় মার্চ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে সভা করবেন। তারপর তিনি যাবেন বিহারের বেত্তিয়ায়। ওইদিন সন্ধেয় দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে ফিরবেন।
সাত মার্চ একদিনের সফরে তিনি শ্রীনগর যাবেন এবং সেখানে সভায় ভাষণ দেবেন।
আট মার্চ প্রধানমন্ত্রী যাবেন অরুণাচল প্রদেশে। সেখান থেকে যাবেন অসম। সেখানেই তিনি রাত্রি যাপন করবেন।
নয় মার্চ প্রধানমন্ত্রী মোদী কলকাতার বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন।
দশ মার্চ একদিনের সফরে প্রধানমন্ত্রী যাবেন উত্তর প্রদেশের আজমগড়ে।
এগারো মার্চ প্রধানমন্ত্রী দ্বারকা এক্সপ্রেসওয়ের উদ্বোধন-সহ দিল্লির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
বারো মার্চ প্রধানমন্ত্রী গুজরাত এবং তারপর রাজস্থানে যাবেন। গুজরাতে প্রধানমন্ত্রী সবরমতি আশ্রমের উন্নয়ন প্রকল্প ও টাটা গ্রুপের সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।