বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের হেফাজতে থাকার সময় ছিল একরকম। আর সেই সিবিআই হেফাজতে গিয়ে অন্যরকম। সিবিআই সূত্রে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, তাদের জেরায় শেখ শাহজাহান দাবি করেছে, দলের লোকেরাই ফাঁসিয়েছে। সেই পরিস্থিতিতে এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে রাজ্য পুলিশের ওপরে চাপ বাড়ানোর কৌশল নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এক্স হ্যান্ডেলে করা পোস্টে বলেছেন, শেখ শাহজাহান যখন মমতার পুলিশের শেল্টারে ছিলেন, তার কথাকথিত গ্রেফতার হওয়ার আগে আমিনুল নামে একজন অফিসার তার আইফোন থ্রি অনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের হাতে তুলে দেন। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, তাঁর নির্ভরযোগ্য সূত্র ফোনটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নয়। সেটি কি পুলিশের হেফাজতে আছে, নাকি নষ্ট করে ফেলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
তিনি এক্স হ্যান্ডেলে সিবিআইকে ট্যাগ করে বলেছেন, এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয়। ওই ফোনে যে নম্বরটি ব্যবহাল করা হত তাও তিনি উল্লেখ করেছেন। নম্বরটি হল 9733804506। বিরোধী দলনেতা আরও বলেছেন, শেখ শাহজাহান এই ফোনটি ব্যবহার করতে তৃণমূলের শীর্ষস্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে।
প্রথমে ৫ জানুয়ারি এক কথা বললেও, শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও কার্যত নিজের ভাষা বদল করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। তিনি স্বীকার করে নিয়েছেন, ৫ জানুয়ারি সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর সঙ্গে শেখ শাহজাহানের কথা হয়েছিল। এছাড়া এই সময় আরও দুটি ফো শেখ শাহজাহান করেছিলেন স্থানীয় তৃণমূল নেতাদের। এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতাদের কললিস্ট ও শেখ শাহজাহানের কল লিস্ট সিবিআই-এর হাতে, এমনটাই খবর সূত্রের।
শেখ শাহজাহান তথা তৃণমূলের নেতাদের আগে দাবি ছিল এলাকার মানুষ তাকে ভালবাসে বলে ৫ জানুয়ারি হাজার তিনেক মানুষ তার বাড়ি কাছে জড়ো হয়েছিলেন। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে যেসব ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে, তা অন্য কথা বলছে বলে দাবি করা হয়েছে সিবিআই সূত্রে।
সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, সন্দেশখালি পুড়ছে। সেখানে মহিলারা নৃশংসতার সম্মুখীন হচ্ছেন। রাজ্যের তৃণমূল সরকারকে দুর্নীতিবাজ বলেও নিশানা করেছিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা বলেছিলেন, সন্দেশখালি মমতা কি কুরসি করেগি খালি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি উত্তর কোরিয়ার কিম জন উনের মিনি সংস্করণ বলেও উল্লেখ করেছিলেন।