বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাৎই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ কর্মসূচি বাতিল। বুধবার শিলিগুড়িতে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ছাড়াও ফুলবাড়ির পরিষেবা প্রদানের সভায় মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে। তিনি শুধুমাত্র উত্তরকন্যায় সভা সেরেই কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে যাওয়ার পর থেকে স্বাভাবিক কারণে তৎপর ছিলেন পুলিশ কর্তারা। কোন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন, কোন রাস্তায় কখন যান নিয়ন্ত্রণ করা হবে, তা নির্ধারণ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী। কিন্তু জানা যায়, মুখ্যমন্ত্রী সিএএ-র বিরুদ্ধে করা প্রতিবাদ মিছিল বাতিল করে দিয়েছেন, তিনি তড়িঘড়ি কলকাতায় ফিরবেন।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভা করেন। সেখানে তিনি সিএএ-র বিরুদ্ধে সরব হলেও স্থানীয় বিধায়ক তথা জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে একটি কথাও বলেননি। এরপর মুখ্যমন্ত্রী যান উত্তরবঙ্গে। মঙ্গলবার সন্ধেয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সভা করেন মুখমন্ত্রী। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তিনি তীব্রভাবে সরব হন।
মুখ্যমন্ত্রী সেখানেই জানান, ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি ক্রোক করে নিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা না দেলও তাঁর সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা, এমন কী একশো দিনের কাজ, সব টাকা পরিশোধ করেছে। সরকার সবার জন্য এক ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষকে একজোট করে তিনি তাঁদের পাশে দাঁড়াবেন। এর মধ্যে মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর বুধবারের কর্মসূচি। তিনি জানান মুখ্যমন্ত্রী বুধবার সিএএ-র বিরোধিতা করে শিলিগুড়িতে মিছিল করবেন এবং ফুলবাড়িতে সভা করবেন।
যদিও পরবর্তী সময়ে জানা যায় মুখ্যমন্ত্রীর বুধবারের অধিকাংশ কর্মসূচি বাতিল করে দেওয়া হযেছে। তিনি সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবেন না। এছাড়াও ফুলবাড়িতে পরিষেবা প্রদান কর্মসূচি বাতিল করে উত্তরকন্যা অডিটোরিয়ামে তা ছোট আকারে করবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মসূচি বাতিলের কোনও কারণ জানা যায়নি।