Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ব্রিগেডের আগে জল্পনা শুরু হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই জল্পনা উড়িয়ে দেন তিনি। হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদে রাজন্যা উত্থান বেশ চোখ টেনেছিল রাজনৈতিক মহলের।

এবার সিএএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। জনপ্রিয় গান নিঠুর মনোহরের সুরে সিএএ নিয়ে গান বেঁধেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গান শেয়ার করেছেন তিনি।

মোদী সরকারের নাগরিকত্ব আইন কার্যকর করার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কারোর নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলবেন না তিনি। নাগরিকত্ব আইন পরিকল্পনা করে ভোটের আগে কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। সেকাকণে রাজ্য জুড়ে ধিক্কার মিছিলের কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। কিছুতেই বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প তিনি হতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন।

নেত্রীর সেই প্রতিবাদের সুরেই গর্জে উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। গানের মাধ্যমে তিনি তাঁ প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বাংলাদেশের শিল্পী ঈশান মজুমদারের গাওয়া নিঠুর মনোহরের ভাইরাল সুরেই নিজের গান বেঁধেছেন রাজন্যা।

যুব নেত্রী তাঁর গানে মণিপুর থেকে সন্দেশখালি পুরোটাই তুলে ধরেছে। তিনি গেয়েছেন, ‘আমার দেশের মানুষ ভাবিয়া দেইখো আসিয়া… আমি কেমন আছি আবাস ছেড়ে গ্যাসেরও দাম বাড়িয়া…দেইখো আসিয়া।’/ ‘আমার ভাবতে লাগে ভয়…সিএএ বড় কষ্ট দেয়।’/ ‘যখন মণিপুর হয় রাজা যে চুপটি করে রয়…’/ ‘সন্দেশখালি সাজিয়ে বলো বাংলা করব জয়…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *