বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি বিরাট কোহলি। এবার টি২০ বিশ্বকাপেও কিং কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা। মঙ্গলবার কোহলির বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট আপডেট প্রকাশ্যে এল। যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। তাই আসন্ন টি২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা নিশ্চিত নয়। তবে কোহলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তবে বিরাটের দরজা একেবারেই বন্ধ নয়। বিসিসিআইয়ের জল্পনা অনুযায়ী, আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে হয়তো তাঁর কথা ভাবা হতে পারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপে স্লো পিচে নামতে হবে সকল দলকে। আর এই পিচে নাকি সেভাবে কার্যকর হতে পারবেন না প্রাক্তন ভারত অধিনায়ক। এমনিতেই টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত থেকেছেন কোহলি।
ভারত ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর থেকে ২০ ওভারের ক্রিকেটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে গত জানুয়ারি মাসে টি২০ আন্তর্জাতিকে খেলেছেন কোহলি। তার পর থেকে ক্রিকেট থেকে দূরেই আছেন কোহলি।
বিরাট কোহলি ইস্যুতে অবশ্য বোর্ড খুব একটা হস্তক্ষেপ করতে চাইছে না। বোর্ড কর্তারা বিষয়টি টিম ম্যানেজমেন্টের উপরই ছাড়তে চাইছেন।আসলে ওডিআইয়ের মতো টি২০-তে আগ্রাসী নন কোহলি। এই বিষয়টি ভাবাচ্ছে থিঙ্ক ট্যাঙ্ককে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরণ বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের তরুণদের উপরে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
টি-২০ বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এটা আগেই উল্লেখ করেছেন বোর্ড সচিব জয় শাহ। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ব্যাটিং ইউনিটে জায়গা করে নেওয়ার জন্য প্রতিযোগিতা জোরদার হবে।বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করার লড়াইয়ে থাকবেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। জানা যাচ্ছে, পন্থ নন টি২০ বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটার হিসাবে ভারতের প্ৰথম পছন্দ কেএল রাহুল।
পরিসংখ্যান বলছে কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত ১১৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। ১০৯টি ইনিংসে ব্যাট করে ৪০৩৭ রান করেছেন। ৫১.৭৫ গড় রয়েছে তাঁর।