বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের ইতিহাস গড়ল কলকাতা। গঙ্গার নীচ দিয়ে যাত্রা শুরু করল মেট্রো। আজ প্রথম দিনেই উপচে পড়া ভিড়। সকাল সকাল টিকিট কেটে এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে হাজির হয়ে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। গঙ্গার নীচে কেমন হবে সফর সেটার কৌতুহল দমন করতে পারেননি তিনি।
সাধারণ যাত্রীদের সঙ্গেই এক আসনে বসে সফর করলেন তিনি। গান গাইলেন বোবা টানেল। যাত্রীরাও মুগ্ধ হয়ে শুনলেন অনুপম রায়ের লাইভ গান। ছোটবেলায় স্কুলে যেতেন মেট্রো করে। এখন আর তেমন মেট্রো চড়া হয় না। তবে এই গঙ্গার নীচ দিয়ে যাত্রার অভিজ্ঞতা নেওয়ার লোভ সামলাতে পারেননি অনুপম রায়।
শুক্রবার সকালে দেশে প্রথম জলের নীচ দিয়ে যাত্রা করল মেট্রো। এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত সফর। চোখের পলকে মাত্র ১০ টাকা ভাড়া দিয়ে গঙ্গার এপার ওপার করলেন শহরের বাসিন্দারা। স্কুল পড়ুয়া থেকে তারকা, রাজনৈতিক নেতা সকলেই সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে রইলেন। প্রতি ১২ মিনিট অন্তর গঙ্গার নীচ দিয়ে ছুটছে মেট্রো রেক।
মাটির নীচে প্রথম মেট্রো ছুটেছিল এই কলকাতা শহরেই। এবার একেবারে জলের তলা দিয়ে মেট্রো ছুটলো সেই কলকাতা শহরেই। ১৯৮৪ সালে যিনি শহরের প্রথম মেট্রো যাত্রা করেছিলেন তিনি এবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাত্রার সাক্ষী থাকলেন। হাওড়া ময়দানে যাঁরা প্রাতঃভ্রমণ করেন তাঁরাও সামিল হয়েছিলেন এই সফরে। গোটা কলকাতা সাক্ষী থাকল আরও এক ইতিহাসের।