বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে ফুলবাড়ি ব্যারেজের সামনে ধরা পড়ল চিতা। আজ সকালে এক ব্যক্তি উঠে দেখেন তার বাড়ির সামনে ঘোরাফেরা করছে একটি চিতাবাঘ।
আতঙ্ক নিয়ে ফোন করে তিনি এলাকার লোকেদের জানিয়ে দেন। খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদেরও। কিভাবে একেবারে লোকালয়ে চিতাবাঘটি এসে পৌছালো সেটা দেখতে চলে আসেন বন দপ্তরের আধিকারিকেরা। তারা অনেক চেষ্টা করে চিতাবাঘ টিকে বন্দি করে ফেলেন। জানতে পারা গেছে চিতাটি খুব সম্ভবত খাবার না পেয়ে জঙ্গল ছেড়ে এলাকার বাইরে চলে আসে। নিজেদের এলাকা ছেড়ে চলে আসায় খুব সম্ভবত চিতাবাঘটি নিজেই আতঙ্ক নিয়ে ঘোরাফেরা করছিল।খিদে থাকায় তার মাথাও ঠিক ছিল না। পরে বন দপ্তরের লোকেরা এসে চিতাবাঘটিকে নিয়ে যান।