বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই ঝিড়ঝিড়ে বৃষ্টি এবং ঘন কুয়াশায় ঢেকে যায় কার্শিয়াং। পর্যটক দের ভীড় উপচে পড়ে পাহাড়ের এই শহরে।গত দুদিন থেকে দোলের কারনে পর্যটক দের ভীড় এমনিতেই বেড়ে গিয়েছিল কার্শিয়াং এ।
পর্যটকেরা এসে ভীড় করছিলেন হোটেল এবং লজে। তার উপরে দোল এসে পড়ায় আরো আমেজ এসে পড়ে পর্যটক দের মধ্যে। কার্শিয়াং এ আজকে সকালে তাপমাত্রা কমে দাড়ায় এগারো ডিগ্রির কাছাকাছি। আর এই কারনে পর্যটক দের ভীড় আরো বেড়ে যায়। ঝিড়ঝিড়ে বৃষ্টির সাথে কুয়াশায় ঘেরা সকালে ভীড় করেন পর্যটকেরা। বৃষ্টির কারনে অনেক পর্যটক বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েন। সবমিলিয়ে মার্চের শেষের দিকে ঠাণ্ডা এবং মেঘলা হাওয়া অনেকটাই শান্তি এনে দিয়েছে পর্যটক দের মধ্যে। কার্শিয়াং এ গত কয়েক দিন ধরেই ঠান্ডা আবহাওয়া থাকায় ভীড় অনেকটাই বেড়ে যায় পাহাড় জুড়ে। আর এর উপরে ঝিড়ঝিড়ে বৃষ্টির কারনে আরো আনন্দ উপভোগ করতে থাকেন পর্যটকেরা নিজেরাই। আজ সকালে কার্শিয়াং এ তাপমাত্রা নেমে যাওয়ায় ইষ্কুল কলেজ একদিনের জন্য ছুটি করে দেওয়া হয়। কার্শিয়াং শহর জুড়ে আরো কয়েকদিন একই তাপমাত্রা থামবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে।