বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুরু হল তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচী “আমার বুথে আমি সাথে “। দার্জিলিং জেলার মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্রের নেতৃত্বে শুরু হল এই কর্মসূচী।
এই কর্মসূচীতে মহিলা এবং পুরুষ যারা বুথে মুখ্য ভূমিকায় আছেন তারা তাদের কর্মীদের নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলবেন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করবার অনুরোধ জানাবেন। জেলা মহিলা সভানেত্রী জানান আমাদের দরকার মানুষের কাছে কাছে গিয়ে মানুষের মনকে শক্তি দেওয়া। আমরা তাদের বুঝাতে পারছি যে এই বাংলার মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাটির ভীত শক্ত করতে হবে। আমাদের কর্মীরা আমাদের শক্তি এই শক্তি আমাদের আগামী ভবিষ্যতের ভরসা যোগাবে বলে জানান তিনি। আমাদের দল সাধারন দল মা মাটি মানুষের দল। এই দলের মানুষের মন একেবারেই সহজ এবং সরলভাবে তৈরী তাই আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের সাথে দেখা করতে হবে। এই মাস থেকে মুখ্যমন্ত্রী আমাদের জন্য লক্ষীর ভান্ডার করে দিয়েছেন দ্বিগুন। এত কষ্টের পরেও আমাদের জন্য উনি এত ভাবছেন। তাই আমাদের ওনার কথা ভাবতে হবে। আমাদের এখন শিলিগুড়ির সবকটি ওয়ার্ডের সবকটি বুথেই গিয়ে মানুষের কাছে দেখা করতে হবে এবং তাদের বোঝাতে হবে কিভাবে কি করা উচিত।এইজন্য আমাদের সব বুথে গিয়ে দেখা করতে হবে কর্মীদৈর সাথে এবং তাদের নিয়ে বাসিন্দাদের কাছে পৌছাতে হবে।