Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথম দফার লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন! আগামী ১৯ এপ্রিল প্রথম ভোট। দেশের একাধিক আসনের পাশাপাশি নির্বাচন হবে উত্তরবঙ্গের তিনটি আসনেও। নির্বাচনের মুখে খুব শীঘ্রই বাংলায় আসছেন বিশেষ পর্যবেক্ষক। আর তাঁর সফরের আগেই বাড়ল স্পর্শকাতর এলাকার সংখ্যা।

 

গত কয়েক দিনে কোচবিহারের দুই মন্ত্রী অর্থাৎ নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ’র মধ্যে সংঘাতের ঘটনার সাক্ষী থেকেছে বাংলার মানুষ। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের। ভোট ঘোষণার সময় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মাত্র ২০ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত ছিল।

কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই বদল হচ্ছে পরিস্থিতির! এই অবস্থায় এক ধাক্কায় স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধুমাত্র কোচবিহার আসনেই ৪০ শতাংশ বুথ এখন স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বিশেষ পর্যবেক্ষক বাংলায় এলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

অন্যদিকে প্রথম এবং দ্বিতীয় দফায় নির্বাচনের ক্ষেত্রে সময় বেশি নেই। দ্বিতীয় দফায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে। আর তা হবে আগামী ২৬ এপ্রিল। এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে। তিনটি কেন্দ্রের মধ্যে সোমবার পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে।

মোট পাঁচটি মনোনয়ন জমা পড়েছে। বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রে একটি করে মনোনয়ন জমা পড়েছে। সিভিজিল অ্যাপে ১ এপ্রিল পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২ হাজার ৫৪৬ টি। অধিকাংশ ক্ষেত্রেই ব্যবস্থা কমিশন নিয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী।
শুধু তাই নয়, ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট অভিযোগ জমা পড়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৮৬০ টি। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ৩৭ হাজার ২৭৮ টি। এখনো পর্যন্ত ৮ কোটি ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও।

নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার করা হচ্ছে অবৈধ সামগ্রী। বাজেয়াপ্ত হওয়া নগদ অর্থ সহ অবৈধ সামগ্রীর মোট মূল্য ১৬০ কোটি টাকার বেশি। একাধিক নাকা পয়েন্টে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *