বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ জলপাইগুড়ির চালসায়, মার্সি ফেলোশিপ চার্চে ফাদারদের সঙ্গে বৈঠকের প্রাক্ মুহূর্তে এলাকাবাসীর সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আজ সকালে তাঁদের নৃত্যের ছন্দে পা মেলালেন তিনি। এর সাথে সাথে তিনি খোজ নিলেন খোঁজ নিলাম তাঁরা খেয়েছেন কিনা, তাঁরা কেমন আছেন। তাঁদের ভালো থাকতে দেখে আমিও আশ্বস্ত হলাম।তিনি আরো তাঁরা ভালো থাকুক। ভালো থাকুক বাংলা-সহ দেশের সকল মানুষ।আজ সকালে এসে তিনি প্রথমেই জিঞ্জাসা করেন কে কেমন আছে এবং সবার কাজকর্ম কেমন চলছে। তিনি আরো জানান আমি সবার খোজ খবর চলছে এবং কে কেমন আছে, বাচ্চাদের জিঞ্জাসা করেন তারা ইষ্কুলে যাচ্ছে কি না এবং পড়াশোনা ঠিকভাবে করছে কি না। তিনি বাচ্চাদের আদর করে তাদের শরীর এবং সাস্থ্য নিয়ে কথাও বলেন তাদের বাবা মায়ের সাথে। সবার সাথে আমার কথা বলবার সময় হয়ত নেই, তবুও আমি চেষ্টা করছি সবার খবর নিতে। আজকে এখানকার চার্চের ফাদারদের সাথে কথা বললাম এবং এখানকার পরিস্থিতি নিয়েও আলোচনা করলাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আরো জানান আমি এখনকার পরিস্থিতি নিয়ে আমার অফিসিয়ালদের সাথেও কথা বলেছি এবং চেষ্টা করছি এখানকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর। মুখ্যমন্ত্রী যাবার আগে বলে যান তিনি আবার আসবেন।